জেএসসি ও পিইসি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর

জেএসসি পরীক্ষার হলের একটি ছবিজুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিইসির ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী এই দিন সময় দিতে সম্মতি জানিয়েছেন।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জেএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে সম্মত হয়েছেন। তিনি ওইদিন সকাল ১০টায় ফল প্রকাশের উদ্বোধন করবেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের কপি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন। ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী দেশের কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করতে পারেন।

জেএসসি-পিইসির ফল প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন।