রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বন্দুকযুদ্ধরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেসের মাঠের পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইল আড়াইপুরা গ্রামের শামসু মিয়ার ছেলে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, বুধবার ভোরে বিজি প্রেসের মাঠের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।’

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বাবা মারা যাওয়ার পর বদলে যেতে থাকে আকায়েদ