‘জহির রায়হান নিখোঁজ হননি, শহীদ হয়েছেন’





মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের ঢাবিতে স্মরণচলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হননি, তিনি শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন তার ছেলে অনল রায়হান। তিনি বলেন,‘আমার বাবার বড় ভাই শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন! এই ভুল তথ্য দিয়ে রাজাকাররা বাবাকে ডেকে নিয়ে ঢাকার মিরপুরেই হত্যা করে!’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভিনের ছেলে সুমন জাহিদ স্মরণসভায় বলেন, ‘নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এর জন্য পাঠ্যপুস্তকে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’

স্মরণসভায় ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শহীদদের স্মরণ করে বলেন, ‘বুদ্ধিজীবীদের হত্যা করেছে রাজাকার চক্ররা, তাদের হত্যা করে পুরো বাঙালি জাতিকে মেধাশূন্য করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের ভাস্কর্য তৈরি করা হলে নতুন প্রজন্ম তাদের আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে।’