শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

আটক তিন জন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ তিন জনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত তিন জন হলেন– ইব্রাহীম, মো. মহসীন ও রেকনোজ্জামান।

সাইদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ দশমিক ৫৯ কেজি, মো. মহসীনের কাছ থেকে ১ দশমিক ৯৯ কেজি এবং রেকনোজ্জামানের কাছ থেকে ১ দশমিক ৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে প্রিভেন্টিভ দল (শুল্ক)।’

তিনি আরও বলেন, ‘স্বর্ণবারগুলো যাত্রীদের বহন করা ট্রলি-ব্যাগের হাতলের পাইপের ভিতরে লুকানো ছিল। মোট ৭৪ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার ওজন ৭ দশমিক ৩৭ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা।’

তিনি বলেন, ‘আটককৃত তিন জন রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে উঠে। অভ্যন্তরীণ  টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’