মিরপুরে নকশা বহির্ভূত ভবন, ২৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মিরপুর-১০ নম্বরে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এতে বিভিন্ন ভবনের বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও কার-পার্কিয়ের জায়গায় অবৈধভাবে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দায়ে মোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।

রাজউকের উচ্ছেদসোমবার সকালে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মো. মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এসব অভিযান পরিচালনা করেন।

রাজউকের পরিচালক খন্দকার অলিউর রহমান জানান, নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সোমবার মিরপুরের ১০ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়কের ১৩নং হোল্ডিংয়ে কার-পার্কিংয়ের জায়গায় থাকা শো রুম উচ্ছেদ করা হয়। এসময় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সড়কের ১৫নং হোল্ডিয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকা একটি শো রুম ও একটি সিঁড়ি উচ্ছেদ করা হয়। এসময় ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

১৬নং ভবনের কার পার্কিংয়ের জায়গায় তিনটি দোকান উচ্ছেদ করা হয়। ১৯নং হোল্ডিংয়ের কার পার্কিংয়ের জায়গায় থাকা ৬টি দোকান ও একটি সিঁড়ি উচ্ছেদ করা হয়। এসময় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ২৮নং হোল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ‘ডাচ বাংলা ব্যাংক’ এর একটি ফাস্ট ট্রাক বুথকে আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়। ৩০নং হোল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের কার পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূত বেজমেন্ট, সিঁড়ি ও গোডাউন করার দায়ে ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ৪১নং ভবনের গ্রাউন্ড ফ্লোরে গোডাউন করার দায়ে ৫ ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা ও আগামী ১৫ দিনের মধ্যে গোডাউন সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়, বলেও জানান তিনি।

এছাড়া ইব্রাহিমপুরের একটি আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবৈধভাবে নির্মিত ১৭টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গণ মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।