ময়মনসিংহকে ডিজিটাল শিক্ষা বোর্ড করবো: নবনিযুক্ত চেয়ারম্যান কামাল

নতুন শিক্ষা বোর্ড ময়মনসিংহকে ডিজিটাল বেইজড শিক্ষা বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল। দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলা ট্রিবিউনকে এ পরিকল্পনার কথা জানান।

ড. গাজী হাসান কামাল বলেন, ‘আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। ঢাকা বোর্ডকে বিকেন্দ্রীকরণ করে ময়মনসিংহে নতুন শিক্ষা বোর্ড করা হয়েছে। এটা ময়মনসিংহ অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল। একটি ডিজিটাল অর্থাৎ আইটি বেজ শিক্ষা বোর্ড হিসেবে ময়মনসিংহকে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের। এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই।’

এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন শিক্ষা বোর্ড ময়মনসিংহের প্রথম চেয়ারম্যান হিসেবে সরকারি আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ ড. গাজী হাসান কামালকে দায়িত্ব দেওয়া হয়।