ঢাবিতে গ্রাফিতি আঁকা নিয়ে বিতর্ক: উপস্থিত হয়েও ছাত্র ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেনি ছাত্রলীগ

ঢাবিতে দেয়াল লিখন নিয়ে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনায় বসার কথা বলে ছাত্র ইউনিয়নকে ডেকে সাড়া দেয়নি ছাত্রলীগ। দেয়াল লিখন নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্কের নিষ্পত্তির জন্যে আজ (২৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়নের নেতাদের আলোচনায় ডেকেছিল ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। কিন্তু, উভয়পক্ষই সেখানে উপস্থিত থাকলেও বৈঠকে বসতে আগ্রহী হয়নি ছাত্র লীগ।

ছাত্র ইউনিয়ন অভিযোগ করেছে, মধুর ক্যান্টিনে উভয় দলের নেতারা উপস্থিত থাকলেও ছাত্রলীগের পক্ষ থেকে তারা কোনও ধরনের সাড়া পায়নি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বাপ্পীর আহ্বানে মধুর ক্যান্টিনে আলোচনার জন্য ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা দুপুর থেকে অপেক্ষা করেও ছাত্রলীগের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাননি বলে জানান।

এ ব্যাপারে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তাদেরকে অনেক বার বার্তা পাঠিয়েছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনও ধরনের প্রতিক্রিয়া পাইনি।’

তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন ভিন্ন কথা। মধুর ক্যান্টিনে উপস্থিত থেকেও আলোচনায় না বসার ব্যাপারে সভাপতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সাধারণ বিষয়, তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। তারা যদি নিষেধ করে আমরা জোরপূর্বক গ্রাফিটি আঁকবো না। এটা নিয়ে আলোচনার দরকার নেই। এ বিষয়ে আমরাও তাদেরকে বার্তা পাঠিয়েছি।’