বরিশালে হচ্ছে আন্তর্জাতিক মানের হোটেল

 

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই মন্ত্রীবরিশালে আন্তর্জাতিক মানের হোটেল এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কীর্তনখোলা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর দেওয়া এক একর জমিতে এটি নির্মিত হবে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, ‘এ স্থাপনা বরিশালবাসীর জন্য নববর্ষের উপহার। বরিশালসহ দক্ষিণাঞ্চলের পর্যটন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।’

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, ‘ধান, নদী, খাল খ্যাত বরিশালের পর্যটনে এ হোটেল এক নতুন মাত্রা যোগ করবে।’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির নিজ নিজ পক্ষে সই করেন। এসময় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।