হটলাইনে অভিযোগ, রফতানি উন্নয়ন ব্যুরোতে দুদকের অভিযান

দুদক ও রফতানি উন্নয়ন ব্যুরোপ্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ পেয়ে রফতানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হটলাইনে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলেও ঘটনাস্থলে গিয়ে কিছুই পাননি দুদক কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬-তে এক ব্যক্তি অভিযোগ করেন, রাজধানীর কাওরান বাজারের রফতানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে প্রকাশ্য দিবালোকেই ঘুষ লেনদেন শুরু হয়েছে। প্রতিদিনই এই কার্যালয়ে ঘুষ লেনদেন হয়। এসময় তিনি কয়েকজন কর্মকর্তার নাম এবং পদবির কথাও জানান।’
হটলাইনে অভিযোগকারী আরও জানান, ওই দফতরে ঘুষের টাকা গুনে গুনে নেওয়া হয় এবং সেবাগ্রহীতাদের পক্ষে কোনও অবস্থাতেই ঘুষ গ্রহণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।
অভিযোগটি আসার পর বিষয়টি কমিশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালককে (প্রশাসন) জানানো হয়। তিনি তাৎক্ষণিকভাবে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত পরিচালক কাজী শফিকুল আলমকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর দায়িত্বপ্রাপ্ত পরিচালক এবং আরেকজন কর্মকর্তা কমিশনের সশস্ত্র পুলিশ ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে কাওরান বাজারে রফতানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে যান।
প্রণব কুমার জানান, কমিশনের পরিচালক কাজী শফিকুল আলম রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যের সঙ্গে অভিযোগগুলো নিয়ে আলোচনা করেন এবং প্রতিটি ফ্লোরে সিসি টিভি সার্ভিলেন্স চালু রাখার অনুরোধ করেন।
জিএসপি ইস্যুর ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি যেন না ঘটে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে ভাইস চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন-
ইউনাইটেড হাসপাতালের এমডি’র বিরুদ্ধে দুদকের মামলা