ছাত্রলীগের সম্মেলন ৩১ মার্চ

বাংলাদেশ ছাত্রলীগআগামী ৩১ মার্চ সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে ছাত্রলীগ। শুক্রবার (১২ জানুয়ারি ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আলী মিলনায়তনে সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক  জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে এ তথ্য জানা গেছ।

তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। খুব শিগিরই আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সূত্রটি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মার্চ সম্মেলনের প্রথম অধিবেশন এবং ১ এপ্রিল দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু কন্যার (শেখ হাসিনা) ইচ্ছা আগামী মার্চে সম্মেলনের আয়োজন করুক  ছাত্রলীগ।

এর কিছুদিন পর সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্মেলনের বিষয়ে কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজকের সভায় সম্মেলনের এ তারিখ নির্ধারণ করা হয়।

সভায় শুধুমাত্র সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেওয়ায় তোপের মুখে সভা ত্যাগ করেন তারা।

সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক সভায় জানান,  তাদের সঙ্গে আপার (শেখ হাসিনা ) কথা হয়েছে। দলের সভাপতির নির্দেশে তারা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।

অন্যদিকে, সভায় আগামী সম্মেলনকে সার্থক করতে কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা কামনা করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

আরও পড়ুন:
ঢাবির মুহসীন হলে এক শিক্ষার্থীর মৃত্যু