এনসিটিবির অনুমোদন ছাড়া বই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে নয়

এনসিটিবিজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত, প্রকাশিত ও অনুমোদন ছাড়া অন্য কোনও পাঠ্যবই ও সহপাঠ মাধ্যমিক স্তরের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা যাবে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) এই নির্দেশনা দেয় মাউশি।

ওই নির্দেশনা থেকে জানা গেছে, গত বছরের ৩১ জানুয়ারি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ৯ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

মাউশি থেকে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার ও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।