আসাদ শুধু ছাত্র নন কমিউনিস্ট পার্টির সদস্যও ছিলেন: মেনন

১৯৬৯ সালে ১১ দফা দাবি আদায়ের গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ শুধু ছাত্র ছিলেন না, কমিউনিস্ট পার্টির একজন সদস্যও ছিলেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকালে জাতীয় সাম্যবাদী দল আয়োজিত শহীদ আসাদ স্মরণসভায় তিনি একথা বলেন।

বক্তব্য রাখছেন মন্ত্রীমন্ত্রী বলেন, ‘আসাদের মৃত্যু একজন সচেতন রাজনৈতিক কর্মীর মৃত্যু। যেদিন সে রাজপথে নেমেছিল সেদিন তার গায়ে জ্বর ছিল। অথচ আজকের ছাত্ররা সেই আসাদকে চেনেই না। তার স্মৃতিস্তম্ভ ময়লা আবর্জনায় ঢেকে থাকে। ঢাকা মেডিক্যালের সামনে তার স্মরণে একটি লাইব্রেরির জায়গা করা হয়েছিল, সেইটা এখনও সেভাবে পরে আছে। কেউ উদ্যোগ নেয় না।’

তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ আইয়ূব খানের নাম সরিয়ে দিয়ে আসাদের নামে গেটের নাম রেখেছে। আসাদের শার্ট সেদিন পতাকার মতো পত পত করে উড়েছিল। তার মৃত্যুই ৬৯ এর গণঅভ্যুত্থানের সূচনা। আসাদ যুগ যুগ জিয়ো।’

অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।