বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন জ্ঞান আহরণের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি)বিশ্ববিদ্যালয়ে চর্চা বাড়িয়ে নতুন জ্ঞান আহরণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা ও গবেষণা বাড়াতে হবে। নতুন জ্ঞান আহরণ করতে হবে। সৃষ্ট জ্ঞান জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সেই ধরনের পরিকল্পনা থাকতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে উচ্চশিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সরকার নির্ধারিত শর্তগুলো পূরণ করে স্থায়ী সনদ অর্জন করেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য ইস্ট ওয়েস্ট সবচেয়ে বেশি প্রযুক্তি ব্যবহার করে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। যারা নীতিমালা অনুসরণ করছে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবর্তনে শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাস উদ্দিন এবং উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান বক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।