শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শিগগিরই হাসপাতাল ছাড়তে পারবেন আইভী

আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ডা. বরেন চক্রবর্তীনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. বরেন চক্রবর্তী। তিনি জানান, ‘শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে শিগগিরই হাসপাতাল ছেড়ে যেতে পারবেন আইভী। তবে তাকে আরও ৩-৪ দিন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) অবজারভেশনে রাখা হবে।’ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় ল্যাব এইড হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।  

ডা. বরেন চক্রবর্তী বলেন, ‘গতকাল মেয়র আইভী অসুস্থ হওয়ার সময় তার বমি হচ্ছিল। ব্লাড প্রেসার কমে গিয়েছিল। এ ধরনের অবস্থায় রোগীর হার্ট অ্যাটাক হতে পারে। এখানে আসার পর আমরা তাকে পরীক্ষা করেছি, তার হার্ট অ্যাটাক হয়নি।’ তিনি বলেন, ‘আইভীর গতকাল সিটিস্ক্যান করানো হয়েছে।পরীক্ষায় দেখা গেছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে নিউরোসার্জন প্রফেসর কনক কান্তি বড়ুয়া এসে দেখে গেছেন। এখন তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন।তবে এখনও মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা রয়েছে। আর মস্তিষ্কে রক্তক্ষরণ না হলে তাকে কয়েকদিনের মধ্যেই রিলিজ করা  হবে।’

ডা. বরেন চক্রবর্তী ছাড়াও  প্রফেসর ডা. আব্দুস জাহেদ, ডা. আশরাফ আলী ও ডা. মাসুদ আনোয়ার আইভীর চিকিৎসা করছেন।

উল্লেখ্য, মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- আইভীর অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ওবায়দুল কাদের

অসুস্থ আইভী ল্যাবএইডে