যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক সমাবেশ

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনযশোর রোডের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন কবি, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ নাগরিকরা। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও নাগরিক সমাবেশে তারা এ দাবি জানান ৷

‘যশোর রোডের গাছ রক্ষায় নাগরিকবৃন্দ' ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা যশোর রোডের শতবর্ষী বৃক্ষ কেটে ফেলার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান৷ এই বৃক্ষগুলোকে তারা 'ইতিহাসের অংশ' বলে আখ্যায়িত করেন৷
যশোরের রাজনৈতিক কর্মী আবু নসর অনিক সমাবেশে বলেন, ‘যশোর রোডের গাছগুলো ইতিহাসের অংশ। আমরা  উন্নয়নের কোনও বিরোধিতা করছি না। কিন্তু প্রকৃতি ধ্বংস করে কোনও ধরনের উন্নয়ন চাই না। গাছগুলো কেটে লুটপাট করার জন্য প্রশাসন উদগ্রীব হয়ে আছে। হাইকোর্ট গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। কিন্তু এটি সমাধান নয়। গাছ কাটার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘যশোর রোডের গাছগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। সরকারের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।’ গাছগুলো কাটার মধ্য দিয়ে লুটপাট করা হবে বলেও অভিযোগ তোলেন তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে সাংবাদিক ফারুক ওয়াসিফ, কবি কফিল আহমেদ, ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস, বিপ্লবী ছাত্রমৈত্রী সভাপতি ইকবাল কবীর বক্তব্য রাখেন৷