অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বহিষ্কার ৫

অগ্রণী ব্যাংক

অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীর তিতুমীর কেন্দ্র থেকে দুইজন ও তেজগাঁও কেন্দ্র থেকে অপর তিনজনকে বহিষ্কার করা হয়। শনিবার বিকেলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমার দায়িত্বে ছিল তিতুমীর কলেজ। যেকোনও ধরনের জালিয়াতি প্রতিরোধে আমরা জিরো টলারেন্সে ছিলাম। আমাদের এখানে ডিভাইস জালিয়াতির অভিযোগে দুজনকে বহিষ্কার করা হয়েছে।  এদের একজন ছেলে ও একজন মেয়ে। এছাড়া তেজগাঁও কলেজ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তারাও ডিভাইস দিয়ে জালিয়াতি করছিলেন।

উল্লেখ্য, অগ্রণী ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষা শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিতুমীর কলেজ ও তেজগাঁও কলেজে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৬ হাজার ১শ ২৮ জন পরীক্ষার্থী।