শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মচারী ও লেকহেড স্কুলের পরিচালকের বিরুদ্ধে মামলা

মোতালেব হোসেন, নাসিরউদ্দিন ও খালেক হোসেন মতিন

শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মচারী ও লেকহেড স্কুলের এক পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের (প্রেষণে) উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড স্কুলের পরিচালক খালেক হাসান মতিন।

লেকহেড স্কুলসোমবার রাতে রাজধানীর বনানী থানায় মামলা করেন ডিবির এসআই মনিরুল ইসলাম মৃধা। মামলা নম্বর ৩৬। আসামিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রফিক উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরউদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিনকে রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।  গুলশান ও বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ‘নিখোঁজ’ তিন জন গ্রেফতার