সৌদি আরবে ‘প্রবাস বাংলা’ অনলাইন পোর্টালের উদ্বোধন

‘প্রবাস বাংলা‘র উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরাসারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের খবর এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের দেওয়া সুযোগসুবিধার তথ্য প্রচারের লক্ষ্য নিয়ে সৌদি আরবে যাত্রা শুরু করলো ‘প্রবাস বাংলা’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল। ২৮ জানুয়ারি রিয়াদের বাংলাদেশ দূতাবাসে পোর্টালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ সময় রাষ্ট্রদূত গোলাম মসিহ্ এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘প্রবাস বাংলা’র প্রকাশক রফিকুল হায়দার ভুইয়া বলেন, ‘শুধু প্রবাসীদের খবরনির্ভর হয়ে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের জন্য মৌলিক গণমাধ্যম হয়ে কাজ করবে এই অনলাইন পত্রিকাটি।’ তিনি আরও বলেন, ‘সামান্য কিছু কাজ বাকি আছে। যা শেষ করে চূড়ান্ত আত্মপ্রকাশের মাধ্যমে এতে মূলত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য দেওয়া হবে।’

তিনি জানান, সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের ওই দেশের আইন-কানুনসহ নিজ দেশের ভাবমূর্তি রক্ষার পরামর্শ এবং দূতাবাসের সব তথ্য জানানোর জন্য ‘প্রবাস বাংলা’ সুনির্দিষ্টভাবে কাজ করবে। এছাড়া, সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সবধরনের খবর এবং তাদের অভিজ্ঞতাগুলো অনলাইনটিতে প্রকাশ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিং সউদ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রেজাউল করীম, লেখক-কবি শাহজাহান চঞ্চল, সাংবাদিক আবুল বশির, রিয়াদের বাংলা স্কুল ও কলেজের পর্ষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের জন্য সৌদি প্রশাসনের স্বীকৃতি নিশ্চিত করার বিষয়টি উত্থাপন করেন বক্তারা। এ সময় দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম বলেন, ‘নির্দিষ্ট কাজের পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের মিডিয়ায় সংবাদ প্রেরণ করছেন এমন অনেক সাংবাদিক রয়েছেন। সৌদি আরবের যথাযথ প্রশাসনের কাছে তাদের স্বীকৃতির বিষয়ে দূতাবাসের পরিকল্পনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সৌদি তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বৈঠকে বিষয়টি উত্থাপনের চেষ্টা করা হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সরকারের উন্নয়নের খবরগুলো তুলে ধরে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের সচেতন করার জন্য ‘প্রবাস বাংলা’ অনলাইনটি যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের সব খবর তেমন পাওয়া যায় না। এ ক্ষেত্রে অনলাইন পোর্টালটির সংশ্লিষ্টরা তাদের প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করলে একদিকে যেমন দেশের মানুষ প্রবাসীদের সবকিছু জানতে পারবে, তেমনি প্রবাসীরাও এর মাধ্যমে বিদেশে চলার পথে যথেষ্ট উপকৃত হবে। এ সময় তিনি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের স্বীকৃতির বিষয়ে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত গোলাম মসিহ্ ‘প্রবাস বাংলা’র সমৃদ্ধি কামনা ও প্রবাসীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের তথ্য দিয়ে পোর্টালটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে এ বছর জেএসসি ও পিইসিতে বহির্বিশ্বে সেরা ফলের জন্য রিয়াদের বাংলা স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী ফওজিয়া ইয়াসমিন রাওয়াবী ও ফাইজা তাবাসসুম রওদাকে ‘প্রবাস বাংলা’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেন তথ্য উপদ্ষ্টো ইকবাল সোবহান চৌধুরী।