বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশ্বাস সৌদি তথ্যমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সৌদি তথ্যমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

সৌদি আরব ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্কোন্নয়নের আশ্বাস দিয়েছেন সৌদি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওয়াদ সালেহ আল আওয়াদ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে তিনি এই আশ্বাস দেন। এসময় সৌদি তথ্যমন্ত্রীর উপদেষ্টা ফাহিম আল হামিদ ও বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং প্রেসউইং-এর দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে আওয়াদ সালেহ আল আওয়াদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি জোরদার। সম্পর্কোন্নয়ন আরও শক্তিশালী করার জন্য দুই দেশের গণমাধ্যমগুলো জোরালো ভূমিকা রাখতে পারে।’

বৈঠকে সৌদি তথ্যমন্ত্রীকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মধ্যে সংবাদ বিনিময় করার অনুরোধ করেন ইকবাল সোবহান চৌধুরী। এসময় তিনি এসপিএ-এর ওয়েবসাইটে প্রবাসী বাংলাদেশির জন্য অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষায় সংবাদ প্রচারের অনুরোধ করেন। এছাড়া তিনি দুই দেশের গণমাধ্যমের পারস্পারিক যোগাযোগ ও পেশাদারি সম্পর্ক বাড়াতে নিয়মিতভাবে সাংবাদিক সফর আয়োজনের প্রস্তাব রাখেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মধ্যে নিয়মিতভাবে অনুষ্ঠান বিনিময় অব্যাহত থাকলে দুই দেশের সাধারণ নাগরিকদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় ও পারস্পরিক সম্পর্কোন্নয়ন আরও বেশি সহজ ও শক্তিশালী হতে পারে।’

সৌদি তথ্যমন্ত্রী আওয়াদ সালেহ আল-আওয়াদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, ‘সৌদি আরব এবং বাংলাদেশের বন্ধুত্ব দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি আরও বেশি বৈশিষ্টপূর্ণ করার জন্য তথ্য বিনিময়ের গুরুত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর প্রস্তাবগুলো ‘সময়ের উপযুক্ত সংলাপ’ বলে আখ্যায়িত করেন সৌদি তথ্যমন্ত্রী।

এছাড়া সৌদি তথ্যমন্ত্রী জেদ্দায় আয়োজিত সাম্প্রতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে এর মাধ্যমে দু দেশের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারণা বিনিময় সহজ হবে বলে উল্লেখ করেন। বৈঠকে রাষ্ট্রদূত গোলাম মসিহ্ আশা প্রকাশ করেন, ‘আগামী দিনে ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দুই দেশের গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করবে।’