ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৬ ছাত্র দগ্ধ

অগ্নিদগ্ধরাজধানীর বংশালে আলুবাজার বড় মসজিদ হাজী ওসমান গণি রোড এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৬ জন ছাত্র দগ্ধ হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আহত সবাই ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলো সালমান (৮), আশিক (৭), মুস্তাকিন (৮), জাভেদ (৭), আব্দুর রহমান (৯) ও সাজ্জাদ (৭)। তারা সবাই বংশাল এলাকার মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, সকালে মাদ্রাসার ক্লাস শুরু হতে দেরি হওয়ায় মাদ্রাসার নিচে ঘোরাফেরা করছিল কয়েকজন ছাত্র। এ সময় মাদ্রাসার পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় ৬ ছাত্র দগ্ধ হয়।  

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল জানান, আহতরা ২% থেকে ১৪% পর্যন্ত দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং তিনজন অবজারভেশনে রয়েছে।