দুদকের শুভেচ্ছাদূত হচ্ছেন ক্রিকেটার সাকিব

গত বছরের ১১ সেপ্টেম্বর কার্যালয়ে আসার পর সাকিব আল হাসানকে ক্রেস্ট উপহার দেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুদক কার্যালয়ে চুক্তিসাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তাকে শুভেচ্ছাদূত করা হবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বছরের ১১ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। ওই সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেন। তখন তিনি বলেন, ‘আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। তাই আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছাদূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার অনুরোধ করছি।’

চেয়ারম্যানের প্রস্তাবে সম্মতি জানিয়ে ওই দিন সাকিব আল হাসান বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের যেকোনও কর্মসূচিতে আমি আসবো। আমরাও চাই, দেশ দুর্নীতিমুক্ত হোক। আমরা যখন কোনও দেশের অভিবাসন দফতরে আমাদের পাসপোর্ট জমা দেব, তখন তারা যেন মনে করে, বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।’