বিএনপি নৈতিক সংকটে নেই: গোলাম মোর্তোজা

সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজাজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নৈতিক সংকটে নেই বলে দাবি করেছেন সাপ্তাহিকে’র সম্পাদক গোলাম মোর্তোজা। তিনি বলেন, ‘নৈতিকতার বিষয়টি রাজনৈতিক দলগুলোতে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তাই যদি হতো, এরশাদসহ প্রায় রাজনৈতিক দলগুলো নৈতিকভাবে রাজনীতি করতে পারত না। কারণ, নেতাকর্মীদের দুর্নীতির ইতিহাস একদিনের নয়। ফলে যে নৈতিক অবস্থানের কথা আমরা বলি, সেই নৈতিক অবস্থায় কখনও কেউ ছিল না। তারই ফলশ্রুতিতে বিএনপি নৈতিক সংকটে নেই।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর শুক্রাবাদে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন গোলাম মোর্তোজা।

তিনি আরও বলেন, ‘আবার বিএনপির সাংগঠনিক বিষয়ে যদি বলি, তাতে আমি বলতে পারি- বিএনপির সাংগঠনিক শক্তি এখন যেমন, এমন এর আগে কখনও তেমন ছিল কিনা আমার মনে হয় না।’

গোলাম মোর্তোজা আরও বলেন, ‘একসময় আওয়ামী লীগও এমন সংকটে ছিল। সেখান থেকেও তারা বের হয়ে এসেছে। জিয়া কারাগারে যাওয়ার পর আজ  যদি বিএনপি জ্বালাও-পোড়াও করতো, তাহলে আওয়ামী লীগ বেশ খানিকটা সুবিধাজনক অবস্থায় থাকতো। কিন্তু বিএনপি এখন পর্যন্ত বেশ ম্যাচিউরড আন্দোলন করছে। এটা স্বীকার করতেই হবে।’

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ।