নাগরদোলায় মাথায় বাড়ি লেগে শিশুর মৃত্য

লাশরাজধানীর কদমতলীর ইকোপার্কে নাগরদোলায় চড়ে মাথায় বাড়ি লেগে আফসারা নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সাপ্তাহিক ছুটির দিন বিকাল সাড়ে ৪টার দিকে মা-বাবার সঙ্গে আফসারা ইকোপার্কে বেড়াতে আসে। শখ করে নাগরদোলায় চড়েছিল সে। নাগরদোলায় চক্কর দেওয়ার সময় হঠাৎ মাথা বাড়িয়ে উঁকি দেয় শিশুটি। এতে পাশের একটি খুঁটির সঙ্গে বাড়ি লেগে সে গুরুতর আহত হয়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। নিহত শিশুটির পরিবার হাসপাতালে রয়েছে। আমরা তাদের সহযোগিতা করছি। কী ঘটেছিল তা জানার চেষ্টা করছি।’

নিহত শিশুর বাবার নাম আসলাম মোল্লা ব্যবসায়ী, মা মনোয়ারা বেগম জনতা ব্যাংকের  শ্যামপুর শাখায় কর্মরত। যাত্রাবাড়ীর দনিয়ার দক্ষিণ কুতুবখালীর ১৩০ নম্বর বাসায় থাকেন তারা। দুই ভাইবোনের মধ্যে আফসারা বড় ছিল।