গণভবনের বাইরে কনস্টেবল গুলিবিদ্ধ

এসপিবিএনগণভবনের বাইরে দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২ (এসপিবিএন)-এর কনস্টেবল আব্দুর রহিম (১৩৭৮২) গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে এসপিবিএন-এর ইন্সপেক্টর সুভাস সরকার তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই  মো. বাচ্চু মিয়া।

ইন্সপেক্টর সুভাস সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, আব্দুর রহিম কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তদন্ত করার পর বিষয়টি জানা যাবে।

এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিফট বদলের পর অস্ত্র জমা দেওয়ার সময় মিসফায়ারে গুলিবিদ্ধ হতে পারেন কনস্টেবল আব্দুর রহিম।

এসপিবিএন-এর পুলিশ সুপার সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাবশত এক সদস্যের বুকে গুলি লেগেছে। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।’

আরও পড়ুন:
রোহিঙ্গাদের জমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করছে মিয়ারমার