দুই অনিয়মে অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা

অ্যাপোলো হাসপাতাল মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার অভিযোগে রাজধানীর অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অ্যাপোলো হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য অধিদফতর ও ‍ওষুধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের সারোয়ার আলম বলেন, ‘অ্যাপোলো হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও অনুমোদনহীন বিদেশি ওষুধ পেয়েছি। এই দুই কারণে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’    

তিনি আরও বলেন, ‘এছাড়া, হাসপাতালের অন্যান্য বিষয় সন্তোষজনক। আমরা তাতে খুশি।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাসপাতালের ভেতরে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়।