বইমেলায় স্যামুয়েল-এর ‘প্রণয়’

প্রণয়-এর প্রচ্ছদঅমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে স্যামুয়েল-এর প্রথম গ্রন্থ ‘প্রণয়’। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘জি সিরিজ প্রকাশ’ থেকে বেরিয়েছে গ্রন্থটি। এর প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। মোরসালিন আলিফ জিয়নের বর্ণবিন্যাসে ১৩৩ পৃষ্ঠার বইটির মূল্য ৩০০ টাকা। এটি পাওয়া যাচ্ছে বাতিঘর স্টলে (৪১৮-৪১৯)।

মানববোধকে বিশেষভাবে তাড়িত করার অনবদ্য সাহিত্য সৃজনে রূপ পেয়েছে বইটি। যেখানে প্রাচীনতম জ্ঞানীজনদের জ্ঞানের সঙ্গে বর্তমানের গভীর সংযোগ প্রতিস্থাপনের প্রয়াস রাখা হয়েছে। বিশ্বব্রহ্মা, বৈচিত্র্যে ঘেরা প্রকৃতি, দেহতত্ত্ব, মনতত্ত্ব, সভ্যতার বিবর্তন আর মানবিকতার বিকাশ ও বিকারতার অনন্য রসায়নে আবৃত হয়েছে গ্রন্থটি। 

সুপ্রাচীন ইতিহাস, দুর্লভ তথ্যসম্ভার এবং বাস্তবিক যুক্তির আলোয় মানবিক ও জ্ঞানলব্ধ বিশেষ আবেদন রয়েছে বইটির পত্রপল্লবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটি হাতে নিতেই পাঠকের মধ্যে যেমন নতুন এক অনুভূতি তৈরি হবে, একইভাবে পড়ার সময় ভিন্ন এক মুগ্ধতায় মন ভাসাবেন পাঠক।