বাংলায় সাইনবোর্ড না লেখায় গুলশানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

আদালতের নির্দেশ অনুযায়ী বাংলা ভাষায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড না লেখায় রাজধানীর গুলশান-১ এলাকার ১০টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। পাশাপাশি ইংরেজিতে লেখা প্রতিষ্ঠানগুলোর সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সরানো হচ্ছে সাইনবোর্ডজরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লাইটিং প্যালেস, ইউনি রয়েল সিকিউরিটি লিমিটেড, নিউ কুইন পার্ল, নাভানা শপিং কমপ্লেক্স, সিলভার টাওয়ার, ঢাকা কালার পয়েন্ট, গ্রাম সিকো, ইউরো এশিয়া, প্রিয় ও ডায়মন্ড গ্যালাক্সি। এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আরও ৫টি প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার জানান, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শুধুমাত্র দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতিত সকল প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। স্থানীয় সরকার বিভাগ থেকে হাইকোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব ডিএনসিসি কর্তৃপক্ষকে দেওয়া হয়। সেজন্য বাংলা ব্যবহার নিশ্চিতে আমরা নিয়মিত অভিযান করে যাচ্ছি।

তিনি আরও জানান, গত মাসের ২৮ তারিখে দু’টি জাতীয় দৈনিক পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি করপোরেশনের নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। নিজ উদ্যোগে ওইসব সাইনবোর্ড অপসারণ করতে ৭ দিনের সময় দেওয়া হয়েছিলো। কিন্তু এরপরেও অনেকেই নির্দেশ মানেনি।