আর্মস ডিলার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

আর্মস ডিলার্স অ্যাসোসিয়েশননির্ধারিত তারিখে হচ্ছে না বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। হাইকোর্টের এক আদেশে আগামী ২৪ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম উকিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হাইকোর্টের আদেশ আজ পেয়েছি। সে নির্দেশনা অনুয়ায়ী নির্বাচন আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।’
অ্যাসোসিয়েশনের সরকার নিযুক্ত প্রশাসক উপসচিব মাসুদুর রহমানও বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতের নির্দেশে অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।’
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ ও নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে রিট করেন আর্মস ডিলার সৈয়দ নোমান। এ রিটের প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি অ্যাসোসিয়েশনের প্রশাসক নিয়োগ ও নির্বাচনের যাবতীয় কার্যক্রমে ৬ মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের আদালত এ আদেশ দেন। তফসিল অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারিত ছিল।

এদিকে, হাইকোর্টের স্থগিতাদের আদেশ অমান্য করে বাণিজ্য মন্ত্রণালয় গত ১২ ফেব্রয়ারি এক আদেশে বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রশাসকের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রিটকারী সৈয়দ নোমান গত ২০ ফেব্রুয়ারি ৩ দিনের মধ্যে প্রশাসকের মেয়ার বৃদ্ধির আদেশ বাতিল করতে বাণিজ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রশাসক মাসুদুর রহমান বলেন, ‘আমাকে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মেয়াদও বৃদ্ধি করেছেন তারা। ফলে এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

উল্লেখ্য, গত বছরের ২০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মাসুদুর রহমানকে অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।