‘মাতৃভাষার মর্যাদা রক্ষায় তরুণদেরই উদ্যোগী হতে হবে’

আলোচনা সভায় সাবির আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা

ভাষাসৈনিক সাবির আহমেদ চৌধুরী বলেছেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি৷ এ ভাষার মর্যাদা রক্ষা করতে হলে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে, তাদেরকেই উদ্যোগ নিতে হবে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সাবির আহমেদ বলেন, ‘আমরা যখন তরুণ ছিলাম, তখন ভাষার জন্য সংগ্রাম করেছি। এখন যারা তরুণ তাদের এ ভাষা ব্যবহারের প্রতি আগ্রহ থাকতে হবে, যত্নবানও হতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– ভাষা সৈনিক রওশনারা বাচ্চু৷ তিনি বলেন, ‘একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার৷ ভাষার জন্য সংগ্রামের সে দিন আর আসবে না৷ ভাষা শহীদদের ত্যাগের কথা প্রতিদিনই আমাদের মনে রাখতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ অনেকে৷