জয় অপহরণ ও হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিনিয়র পুলিশ কমিশনার (রমনা জোন) হাসান আরাফাত বুধবার ঢাকা মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

সজীব ওয়াজেদ জয়অভিযোগপত্রে আসামিরা হলেন—যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রহমান, দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ চেয়েছেন মামলার তদন্তকারী  কর্মকর্তা।’
জালাল উদ্দিন বলেন, ‘ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত আগামী ৬ মার্চ এই অভিযোগপত্র গ্রহণের পর বিচারের জন্য তারিখ নির্ধারণ করবেন।’
উল্লেখ্য, ২০১৫ সালের ৪ আগস্ট ডিবির পরিদর্শক ফজলুর রহমান এ বিষয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরে মামলায় রূপান্তরিত হয়।

মামলার এজাহারে বলা হয়, জাসাসের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করে। প্রাপ্ত তথ্য থেকে সন্দেহ হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের যেকোনও দেশে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের জীবননাশসহ যে কোনও ধরনের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত আছেন।