যুক্তরা‌জ্যে গ্রেটার সিলেট কাউন্সিলের নির্বাচন রবিবার


দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭০ প্রার্থীযুক্তরাজ্যের সর্ববৃহৎ ক‌মিউনি‌টি সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র নির্বাচন হবে রবিবার (২৫ ফেব্রুয়ারি)। এ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে যুক্তরাজ্যজু‌ড়ে বাংলা‌দেশি ক‌মিউনি৫‌টি‌তে দেখা দিয়েছে নির্বাচনি আমেজ। প্রায় চার বছর পর সংগঠন‌টির নির্বাচন হ‌চ্ছে।



সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও নানা কারণে এবারের নির্বাচন চার বছরে গড়িয়েছে। দুটি প্যানেলে ৩৫টি পদের বিপরীতে মোট ৭০ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। ‘চেয়ার’ প্রতীক নিয়ে মাহবুব-মকিস-রানা পরিষদের চেয়ারপারসন পদে নুরুল ইসলাম মাহবুব, জেনারেল সেক্রেটারি পদে মকিস মোহাম্মদ মনসুর আহমেদ ও ট্রেজারার পদে হাবিবুর রহমান রানাসহ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন। অন্য‌দি‌কে ‘গোলাপফুল’ প্রতীক নিয়ে আতা-খসরু-সালেহ পরিষদে চেয়ারপারসন পদে ব্যারিস্টার আতাউর রহমান, জেনারেল সেক্রেটারি পদে খসরু খাঁন এবং ট্রেজারার পদে সালেহ আহমদসহ মোট ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডা. নজরুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবেন। যুক্তরাজ্যের ওল্ডহাম সিটিতে রবিবার দিনব্যাপী এবারের নির্বাচনে ১২টি অঞ্চল (রিজিয়ন )ও ১০টি শাখা থেকে নির্বাচিত ৪১৪ জন ভোটার ভোট দেবেন।

জেনা‌রেল সেক্রেটারি পদপ্রার্থী ম‌কিস মনসুর শ‌নিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন, ‘নির্বাচনকে সাম‌নে রে‌খে সংগঠনের বাইরেকও চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। নির্বাচিত হই বা না হই ক‌মিউনিে‌টির কল্যা‌ণে অতী‌তের ম‌তো কাজ ক‌রে যাবো।’