আসমা জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশের পরম বন্ধু

 



আসমা জাহাঙ্গীরপাকিস্তানের নাগরিক হয়েও সারাবিশ্বের মানবাধিকারের জন্য কাজ করেছেন আসমা জাহাঙ্গীর। ছিলেন বাংলাদেশের পরম বন্ধু। মানবাধিকারের প্রশ্নে আপসহীন আসমা জাহাঙ্গীর পাকিস্তানের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। নারীদের অধিকার আদায়ে তার কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে আসমা জাহাঙ্গীর স্মরণসভায় বক্তরা এসব কথা বলেন।

সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপারসন সুলতানা কামাল। ‘নিজেরা করি’র সংগঠক খুশি কবীরের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক রেহমান সোবাহান, ড. কামাল হোসেন, ড. হামিদা হোসেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, শামসুল বারী ও সিগমা হুদা।

আসমা জাহাঙ্গীর মানবাধিকারকর্মীদের জন্য অনুকরণীয় উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘শুধু উপমহাদেশে নয়, আপসহীনভাবে সারাবিশ্বের মানবাধিকারের জন্য কাজ করেছেন আসমা। জাতিসংঘেও তিনি মানবাধিকারের জন্য কাজ করেছেন। পাকিস্তানের নাগরিক হলেও তিনি পাকিস্তানের সমালোচনা করেছেন। তিনি মানবাধিকারকর্মীদের প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন।’

অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘মানবাধিকার প্রতিষ্ঠান জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আসমা। বহু বার হামলার শিকার হয়েছেন, তবু তিনি দমে যাননি। বাংলাদেশের পক্ষ হয়ে আসমার বাবা মালিক গোলাম জীলানি অবস্থান নিয়েছিলেন। এজন্য তাকে জেলও খাটতে হয়েছিল। আসমা নারীদের অধিকার প্রতিষ্ঠায় স্মরণীয় হয়ে থাকবেন।’

ড. হামিদা হোসেন বলেন, ‘১৯৭১ সালে ডন পত্রিকা পড়ে প্রথম আসমা জাহাঙ্গীরের নাম জানি। তার বাবাকে জেলে নেওয়ার হলে আসমা জামিনের জন্য লড়াই করেন। তার বাবা বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে জেলে গিয়েছিলেন।’ তিনি বলেন, ‘একা নয়, সবাইকে সঙ্গে নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয়। আসমাও একা লড়াই করেননি, আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেছেন। সামরিক শাসনের বিরোধিতা করেছেন, ধর্মনিরপেক্ষতার জন্য কাজ করেছেন।’

অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘পাকিস্তানের মতো একটি দেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন আসমা। এটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু তা-ই নয়, নারীদের জন্য ল চেম্বার করেছিলেন, যার মাধ্যমে নারীদের জন্য কাজ করতেন। মানবাধিকারের জন্য তিনি আইনি লড়াই যেমন করেছেন, তেমনি মাঠেও লড়েছেন।’

গত ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের খ্যাতনামা আইনজীবী ও মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর মারা যান।