জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ

জাফর ইকবালকে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কর্মসূচি

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। রবিবার ( ৪ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘১৯৭৫ এর পর থেকে মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন শুরু করেন। তার সেই চেষ্টাকে নস্যাৎ করতে এখনও সক্রিয় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মুক্তিযোদ্ধার সন্তান জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এর পেছনে জড়িত শক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম-ফোয়ার হয়ে পল্টন মোড় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথীসহ আরও অনেকে।