ফয়জুলের ব্যবহৃত মোবাইল ও ট্যাবসহ ভাই এনামুল গ্রেফতার

এনামুল হাসান (ফয়জুলের ভাই)বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের ভাই এনামুলকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিটিটিসি’র উপকমিশনার মহিবুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিবুল ইসলাম খান জানান, এনামুলের কাছ থেকে ফয়জুলের ব্যবহৃত মোবাইল ও ট্যাব উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (৩ মার্চ) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৫)। এরপর তাকে আটক করা হয়।

আহত জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই ঢাকায় নিয়ে আসা হয়। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।