আব্বাসের রোগ জানা যাবে শনিবার

বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখঢাকার মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে অ্যান্ড হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন কিশোর আব্বাস শেখ ঠিক কী রোগে আক্রান্ত তা জানা যাবে আগামী শনিবার (১০ মার্চ)। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ এ কথা জানিয়েছেন।

ডা. এমএ আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাতে বায়োপসির রিপোর্ট শনিবার আসবে। এরপর আমরা একটা বোর্ড করবো। বোর্ড করে তার পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেবো।’

বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের আব্বাস শেখকে গত ২১ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, ‘আব্বাসের শারীরিক অবস্থা ভালো না। তার হিমোগ্লোবিন কম ছিল। আমরা চার ব্যাগ ব্লাড দিয়েছি। তার প্রোটিন কম ছিল। তার চিকিৎসা চলছে। তার শরীরে বিভিন্ন সমস্যা আছে। তার রোগটি যে বিরল, এটা বলা যায়।’

বৃহস্পতিবার (৮ মার্চ) আব্বাসের জন্য চার ব্যাগ রক্ত দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

গত পাঁচ বছর ধরে আব্বাসের ডান পায়ের ফোলা অংশ থেকে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হচ্ছিল। এর ফলে তার কাছে কেউ যেতো না। হাসপাতালে ভর্তির পর আব্বাসের পা থেকে তরল পদার্থ পড়া বন্ধ হয়েছে।