ব্রিটেনে প্রথম নারী নির্বাহী মেয়র পাচ্ছে এথনিক কমিউনিটি






রোকশানা ফাইয়াজলন্ডনের বাঙালি অধ্যুষিত নিউহ্যাম কাউন্সিলে লেবার পার্টির মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত রোকশানা ফাইয়াজ। তার মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ব্রিটেনে প্রথমবারের মতো এথনিক মাইনোরিটি থেকে একজন নারী নির্বাহী মেয়র নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছুলেন। পাশাপাশি দীর্ঘ ২৩ বছরের মেয়র স্যার রবিন ওয়েলসের শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।
নিউহ্যাম কাউন্সিল লেবার পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। সে অনুযায়ী রোকশানা ফাইয়াজ মনোনয়ন পাওয়ায় তার নির্বাহী মেয়র হওয়া এখন সময়ের ব্যাপার হিসেবেই দেখছেন স্থানীয় ভোটারসহ রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এ জন্য অপেক্ষা করতে হবে ৩ মে পর্যন্ত। ওই দিন নির্বাচন হবে।
মেয়র প্রার্থী নির্বাচনের দলীয় ভোটে রোকশানা ফাইয়াজ ভোট পেয়েছেন ৮৬১ আর স্যার রবিন ওয়েলস পেয়েছেন ৫০৩ ভোট।
এর আগে লন্ডনের গত মেয়র নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান লেবারের মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।