পুরুষরা দৃষ্টিভঙ্গি না পাল্টালেও নারীরা এগিয়ে যাবে: খুশি কবির

বক্তব্য রাখছেন খুশি কবিরনারীনেত্রী খুশি কবির বলেছেন, ‘পুরুষদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। তারা যদি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারেন, তারপরও নারীরা এগিয়ে যাবে। কিন্তু পুরুষেরা সীমাবদ্ধতার মধ্যে থেকে যাবে।’

রবিবার (১৮ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীবাদী নেটওয়ার্ক সাংগাতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

খুশি কবির বলেন, ‘পুরুষেরা যদি নারীকে মানুষ মনে না করেন, তাহলে তারা নিজেদেরও মানুষ হিসেবে ভাবতে পারেন না। পুরুষেরা যদি নারীকে শুধু বস্তু হিসেবে মনে করে, তাহলে তারা ভুল করবেন।’

আওয়ামী লীগের জনসভার দিন রাজধানীতে নারী লাঞ্ছনার ঘটনা উল্লেখ করে তিনি বলেন,  ‘৭ মার্চ আমাদের জন্য গর্বের। কিন্তু যখন এই দিনটিতে নারীরা লাঞ্ছিত হয়, তখন আমাদের সব সফলতা ম্লান হয়ে যায়। এটা সবার জন্য লজ্জার।’ 

‘প্রগতিকে দাও গতি’ এই স্লোগানকে সামনে রেখে ভ্রাম্যমাণ অনুষ্ঠান হিসেবে এটি একটি গাড়িতে করে শাহবাগে একটি সমাবেশের মাধ্যমে শুরু হয়। পরে এটি ভিক্টোরিয়া পার্ক, কমলাপুর গিয়ে সন্ধ্যায় শেষ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের ব্যবস্থাপক কাশফিয়া ফিরোজ, সাংগাত কোর কমিটির সদস্য ফৌজিয়া খন্দকার ইভা প্রমুখ।