লন্ডনে বঙ্গবন্ধু বইমেলা

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর‘বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালবাসুন’ এই স্লোগানকে ধারণ করে লন্ডনে পঞ্চমবারের মতো রবিবার দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন।

বইমেলায় আগতদের একাংশএই বইমেলার মূল আয়োজক ইউরোপিয়ান কলেজ অব ল এবং সহযোগী আয়োজক সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ও বঙ্গবন্ধু সেন্টার। এ বছর মেলার সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আয়োজকরা জানান, এই বইমেলা যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে আরও উৎসাহিত করবে। এবারের বইমেলায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক প্রায় দেড় হাজার বই স্থান পেয়েছে। এছাড়াও আয়োজনে ছিল কবিতা পাঠের আসর, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা।