যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুরে না গিয়েই ফিরলো বিমানের ড্যাশ-৮

29386471_10215865624973472_495638225231020032_nবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে গিয়েও ১৮ মিনিট পর ফিরে এসেছে। ঘটনাটি মঙ্গলবার (২০ মার্চ) দুপুরের। খবরটি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে ঢাকা থেকে ছাড়ে বিমানের ফ্লাইট নম্বর বিজি ৪৯৩। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১২টা ৪৬ মিনিটে উড়োজাহাজটি আবারও শাহজালালে নেমে আসে। এতে ৫৩ জন যাত্রী ছিলেন।

এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোনও সমস্যা হয়তো হয়েছিল। তাই বিমানটি নিরাপদে ফিরে এসেছে। তবে এটাকে জরুরি অবতরণ বলা যাবে না।’
ক’দিন আগে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজের মতো বিমানের বিজি ৪৯৩ ফ্লাইটটিও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।