বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান, রাজধানীতে থাকছে বাড়তি নিরাপত্তা

ডিএমপিস্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে আগামীকাল (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যরা রাজপথে তৎপর থাকবেন ।
রাজধানীর ৯টি স্থান থেকে সরকারি কর্মচারী-কর্মকর্তাসহ সাধারণ মানুষ বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুনসহ র‌্যালি নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করবেন। র‌্যালিতে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাক প্যাক, হ্যান্ডব্যাগ, ভ্যানিটিব্যাগ, সিগারেট লাইটার বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিভিন্ন স্থান থেকে আসা র‌্যালিগুলো ডিএমপির দেওয়া রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত পথে স্টেডিয়ামে প্রবেশ করবে। স্টেডিয়ামে প্রবেশের গেটগুলোতে থাকবে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর।পাশাপাশি চলবে তল্লাশি।

ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা দুইটা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ স্টেডিয়াম অভিমুখে রওনা হবেন। আর স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই সময়ে র‌্যালিতে অংশগ্রহণকারীদের আগমন নির্বিঘ্ন করতে বেশ কিছু সড়কে গাড়ি প্রবেশের জন্য ডাইভারশন থাকবে। নির্দেশনা অনুযায়ী শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটিংগেল, ফকিরাপুল, শাপলা চত্বর, গুলিস্তান, ফুলবাড়িয়া, চানখারপুল, বকশিবাজার, পলাশী, নীলক্ষেত এলাকায় ডাইভারশন থাকবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে উল্লিখিত এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকাসহ যেসব পথে র‌্যালিগুলো আসবে, সব জায়গায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকবে পুলিশ।’