বেসরকারি স্কুল-কলেজের ৩০৮ শিক্ষককে এমপিও প্রদানের নির্দেশ

হাইকোর্টদেশের বিভিন্ন জেলার বেসরকারি স্কুল ও কলেজের ৩০৮ জন শিক্ষককে এমপিও (মানি পে-অর্ডার) প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এই রায় দেন। এর আগে এ সংক্রান্ত পৃথক তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া বলেছেন, ‘রিটকারীরা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। ওইসব প্রতিষ্ঠানের সবার বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে (এমপিও) দেওয়া হলেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক এই সুবিধা থেকে বঞ্চিত হন।’
এই আইনজীবী আরও বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে কলেজ পর্যায়ের ২৮৫ জন প্রভাষক ও স্কুল পর্যায়ের ২৩ সহকারী শিক্ষক হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে আদালত তাদের এমপিও প্রদানের নির্দেশ দিয়ে রায় শোনালেন।’