টাওয়ার হ্যামলেটসে ডা. আনোয়ারার নির্বাচনি ইশতেহার ঘোষণা

ডা. আনোয়ারা আলীযুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির টাওয়ার হ্যামলেটস বারায় মেয়র পদপ্রার্থী ডা. আনোয়ারা আলী বুধবার তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ব্রিকলেনের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।

এসময় আনোয়ারা আলী বলেন, তিনি এ বারায় চল্লিশ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন।  একজন স্ত্রী, একজন মা, একজন ব্যবসায়ী নারী ও একজন জিপি (চিকিৎসক) হিসেবে এ বারার নাগরিক সমস্যা ও সমাধানের চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি সচেতন। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হিসেবে তিনি নার্সারি থেকে মেডিক্যাল অবধি পড়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে বারার অপরাধ নিয়ন্ত্রণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অতিরিক্ত পুলিশ ও পিসিএসও নিয়োগ, আরও ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, প্রতিটি ওয়ার্ডে আফটার স্কুল ক্লাব চালু, শিক্ষার মান উন্নয়ন, হাউজিংসহ জনদুর্ভোগ লাঘব ও জনজীবনের মান উন্নয়নে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে কনজারভেটিভ পার্টির স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর পিটার গোল্ড, কাউন্সিলর অ্যান্ড্রু উড, ডেভিড ফিল, অ্যালেক্স কে, মি. জেইমস, হেরি স্কোফিন, হাওয়ার্ড ডারউইল, কনজারভেটিভ নেতা কমিউনিটি ব্যক্তিত্ব মুকিম আহমদ, শাহগীর বখত ফারুক প্রমুখ।

যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটস। ডাঃ আনোয়ারা আলীই প্রথম কোনও ব্রিটিশ বাংলাদেশি নারী, যিনি এ বারায় কনজারভেটিভ পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি এমবিই সম্মাননায় ভূষিত হন।