মৌলভীবাজারে মেডিক্যাল কলেজের দাবিতে লন্ডনে সর্বদলীয় সমাবেশ

বক্তব্য রাখছেন সাবেক চিফ হুইপ আব্দুস শহীদমৌলভীবাজারে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে লন্ডনে  দল-মত নির্বিশেষে জেলার প্রবাসীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জেলার সাত উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। সোমবার লন্ডনের সুরমা সেন্টারে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বিশিষ্ট কমিউনিটি নেতা এম আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার নাজমুল কাউনাইন।

সমাবেশে অংশগ্রহণকারীদের একাংশবক্তব্য রাখেন রাজনীতিবিদ জালাল উদ্দিন, সিতাব চৌধুরী, হারুনুর রশীদ অ্যাডভোকেট, কমরেড মসুদ আহমেদ, মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অদুদ আলম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল কাদির, কাউন্সিলর নাদিয়া শাহ, কাউন্সিলর রহিমা রহমান, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহী জলিল, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউ কে'র সম্পাদক অলি খান, সাবেক ছাত্রনেতা আলকাছ আহমদ, মুজিবুর রহমান জসিম, রুহুল আমিন রুহেল, প্রফেসর সহিদুর রহমান, মৌলভীবাজার শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক নাট্যকার খালেদ চৌধুরী, কিবরিয়া আহমেদ, সৈয়দ মনোহর আলী, আব্দুল হান্নান তরফদার মসুদ, নজরুল ইসলাম অকিব, নজমুল বকস, সুলতান আহমেদ স্বপন, হেলেন ইসলাম, আবু সালেহ সুয়েব, আব্দুল মুহিত, গোলাম মোরতুজা প্রমুখ ।

সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন আব্দুল আহাদ চৌধুরী, মোহাম্মদ আহসান, আব্দুল মালিক, মো. শাহজাহান।