সোনিয়া জামানের বইয়ের পাঠ উন্মোচন





মোড়ক উন্মোচন অনুষ্ঠান‘দ্য পলিটিক্স অ্যান্ড ল অব ডেমোক্রেটিক ট্রানজিশন: কেয়ারটেকার গভর্মেন্ট ইন বাংলাদেশ’ বইয়ের পাঠ উন্মোচন হয়েছে। ড. সোনিয়া জামান খানের লেখা বইটির পাঠ উন্মোচনে অংশ নেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার (২৩ মার্চ) রাত সাড়ে ৭টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে সোনিয়া জামানের বইটির পাঠ উন্মোচন করা হয়।





বইটিতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস, রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আলোচকরা বইটিকে গ্রহণযোগ্য ও রেফারেন্স হিসেবে কাজে লাগার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


ব্রিটিশ প্রকাশনা সংস্থা রুটলেজ বইটি প্রকাশ করেছে। ঢাকা, নয়াদিল্লি ও লন্ডন—তিনটি শহরের জন্য একযোগে উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন হয় ঢাকায়।
আলোচনায় অংশ নেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
স্বাগত বক্তব্যে ড. সোনিয়া জামান বলেন, ‘অপেক্ষাকৃত নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, অবিশ্বাস, দুর্বল শাসনব্যবস্থা, নির্বাচনি ম্যানিপুলেশন এবং একটি অদ্ভুত সামাজিক-রাজনৈতিক ইতিহাসের একটি বিদ্যমান সংস্কৃতির কারণে বাংলাদেশ গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছে।’
বাংলাদেশ ও যুক্তরাজ্যের এই আইনজীবী বলেন, ‘বইটিতে সরকারের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি প্রাসঙ্গিক বিশ্লেষণ প্রদান করা হয়েছে। এতে দেশের সবগুলো তত্ত্বাবধায়ক সরকারের সৃষ্টি ও এর সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে।’
অনুষ্ঠানে আইনজীবী শাহদিন মালিকসহ শতাধিক শ্রোতা উপস্থিত ছিলেন।