কাতারে মহান স্বাধীনতা দিবস পালন

জাতীয় সংগীত পরিবেশনাকাতারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কাতারের রাজধানী দোহার আল হিলালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় ভোর ৫টায় বাংলাদেশের সঙ্গে মিল রেখে একযোগে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়।

পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা। এতে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথিরাঅনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া বাণী পাঠ করে শুনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আজগর আলী।

বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।