পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা (ফাইল ছবি)এইচএসসি পরীক্ষা চলাকালে ২০০ গজের মধ্যে ছাত্রছাত্রী ছাড়া সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এই আদেশ ঢাকা মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলোতে আগামী ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর পর থেকে শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। শনিবার (৩১ মার্চ) ডিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপি অর্ডিনেন্স ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেছেন ডিএমপি কমিশনার। এতে বলা হয়েছে— পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করা জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।’
আগামী ২ এপ্রিল থেকে ২০১৮ সালের এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা সারাদেশে অনুষ্ঠিত হবে একযোগে। 
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ও ছাত্রীর সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ৭২৭।