চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় দুই শতাধিক শ্রমিক

চার মাসের বেতনের দাবিতে রাস্তায় গোল্ড স্টার ডিজাইন লিমিটেডের পোশাক শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক।

গোল্ড স্টার ডিজাইন লিমিটেডের পোশাক শ্রমিকরা দুপুরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ফার্মগেইট এলাকার একপাশ দখল করে বিক্ষোভ করে। এ কারণে প্রায় আধাঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

এসময় তারা দ্রুত বেতন পরিশোধের দাবি করেন।

রিনা আক্তার নামে এক শ্রমিক অভিযোগ করেন, তাদের চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। সোমবার বেতন দাবি করে তারা কারখানা থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। এরপর তারা বিক্ষোভ শুরু করেন।

আধাঘণ্টা সড়ক বন্ধ থাকার পর পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন।

কারখানাটিতে অন্তত চারশ’ শ্রমিক কাজ করেন বলে জানিয়েছেন শ্রমিক রিনা আক্তার।

ছবি: নাসিরুল ইসলাম