সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

নিহদ ছয় জনের চার জন

সৌদি আরবের হাইল প্রদেশের হুলাইফা এলাকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাত প্রায় ৩টার দিকের এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব (দ্বিতীয়) মো. ফখরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ৩টার দিকের ওই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরমাটি গ্রামের মো. নাসিরের দুই ছেলে জসীম উদ্দিন ও ইব্রাহীম।

এছাড়া নিহত হয়েছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে ইমরানুল হক ও ইমামুল হক।

নিহতদের মধ্যে আরও রয়েছেন চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের শ্রীপুরের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল ও ফেনী সদরের মহিউদ্দিন রাসেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রাম উপজেলার আনিসুর রহমান আহত হয়েছেন, তাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাইল হাসপাতালে নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ, এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।