জামিন পেলেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব উদ্দিন

কুতুব উদ্দিন আহমেদ (সাদা পাঞ্জাবি পরিহিত)দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমিমন্ত্রী ও সচিবের প্রটোকলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

কুতুব উদ্দিনের পক্ষের আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিকসহ একাধিক আইনজীবী জামিনের বিষয়ে শুনানি করেন।

এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর হাকিম একেএম মইনুদ্দিন সিদ্দিকী জামিন নামঞ্জুর করে কুতুব উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি মামলার এজাহারে বলা হয়, সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট আসামি (কুতুব উদ্দিন) তার  শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ নেন। এই অভিযোগে গত ৮ এপ্রিল রবিবার তার বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে একই দিনের দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুতুব উদ্দিনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন কারাগারে