ভুয়া প্রশ্নপত্র দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ৪

গ্রেফতারসামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বুধবার (১৮ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারি এবং ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত এসপি) মো. মহিউদ্দিন ফারুকী বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- মৃদুল বণিক (১৮), মো. রাকিব (১৯), মো. শাওন (১৮) ও মো. জাবির হোসাইন (১৯)।
কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করত। চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রাজধানীর ওয়ারি থানা এলাকা থেকে মৃদুল বণিককে, উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে রাকিবকে, ধলপুরের সুতিখালপাড় এলাকা থেকে শাওনকে এবং ঢাকার নবাবগঞ্জ থেকে জাবির হোসাইনকে গ্রেফতার করা হয়।’